সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

| প্রকাশিতঃ ৫ অগাস্ট ২০১৬ | ১২:৫৫ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ট্রাক চাপায় আব্দুল মজিদ জুয়েল (২৬) নামের মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে কোতোয়ালী থানার লালখান বাজার ইস্পাহানি মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ জুয়েল ঢাকার ডেমরার বাসিন্দা সারুলিয়ার জামাল উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে কাজ করতেন। সপরিবারে হালিশহরে থাকতেন মজিদ।

কোতোয়ালী থানার এসআই শিবু চন্দ্র জানান, রাত সোয়া ১২টার দিকে কাজীর দেউড়ি থেকে মোটরসাইকেলে করে হালিশহরের বাসায় ফিরছিলেন জুয়েল ও তার এক বন্ধু। ইস্পাহানি মোড়ে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খেলে পেছনে বসা জুয়েল মাটিতে পড়ে যায়। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।