চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে আসাদুজ্জামান নামে এক ছাত্রলীগ কর্মী এ মামলা দায়ের করে। মামলার বাদি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণির অনুসারী হিসেবে পরিচিত।
এর আগে ৩১ জুলাই রাতে চকবাজার থানা যুবলীগ নেতা নুরুল মোস্তফা টিনুর অনুসারীদের পক্ষে সুভাষ মল্লিক নামে এক ছাত্রলীগ কর্মী রণির অনুসারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল।
চকবাজার থানার ওসি আজিজ আহমেদ জানান, শুক্রবার দুপুরে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আসাদুজ্জামান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। এ মামলায় চকবাজার যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামী করা হয় ৩০-৪০ জনকে। আসামিরা সবাই টিনু পক্ষের অনুসারী বলে পরিচিত।
এ বিষয়ে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণির অনুসারী চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম বলেন, ‘টিনুর নের্তৃত্বে আসামিরা ৩১ জুলাই ক্লাস চলাকালীন সময়ে চট্টগ্রাম কলেজ এলাকায় গোলাগুলি করে। এ সময় তারা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা আহত হন। আমরা তাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’
গত ৩১ জুলাই চট্টগ্রাম কলেজে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণির অনুসারীদের সাথে চকবাজার থানা যুবলীগ নেতা নুরুল মোস্তফা টিনুর অনুসারীদের মধ্যে গোলাগুলি হয়। এ ঘটনায় গত ৩১ জুলাই রাতে ১১ জনের নাম উল্লেখ করে চকবাজার থানায় মামলা করে টিনুর অনুসারী এক ছাত্রলীগ নেতা।