চট্টগ্রাম: চট্টগ্রামের পাইকারী পণ্যের বাজার চাক্তাই, খাতুনগঞ্জ ও আছাদগঞ্জের জলাবদ্ধতা নিরসনে সাত দফা দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার ‘চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতি’ আয়োজিত এক কর্মসূচিতে তারা এ দাবি জানান। এছাড়া জলাবদ্ধতা নিরসন দাবিতে শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন ও সমাবেশ করেন ব্যবসায়ীরা।
সাত দফা দাবির মধ্যে আছে- কর্ণফুলী নদীতে ড্রেজিং করে নাব্যতা ফেরানো ও নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, খালের মুখে স্লুইস গেইট এমন পদ্ধতিতে স্থাপন যাতে পণ্যবাহী ট্রলার ও নৌকা প্রবেশ করতে পারে, জঙ্গিবাদ থেকে চাক্তাই-খাতুনগঞ্জকে রক্ষা, গণশৌচাগার স্থাপন, কমিউনিটি হল নির্মাণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতির বক্তব্যে চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতি সভাপতি সোলায়মান বাদশা বলেন, জলাবদ্ধতায় আমাদের কোটি টাকার পণ্য নষ্ট হয়। তাই ব্যাংকের দেনা শোধ করতে না পেরে অনেকেই দেউলিয়া হয়ে যাচ্ছেন। তাই জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
কর্মসূচির শেষ দিকে বেলা ১২টায় সমাবেশস্থলে আসেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, ব্যবসায়ীদের সাত দফা দাবি ন্যায্য ও যৌক্তিক। অতীতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা না নেওয়ায় আজ জলাবদ্ধতা সমস্যা প্রকট হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন- মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক আলমগীর পারভেজ, বক্সিরহাট ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জামাল হোসেন, ব্যবসায়ী নেতা জাহাঙ্গীর আলম, নুরুদ্দিন ও মো. সাহাবুদ্দিন প্রমুখ।