সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

| প্রকাশিতঃ ৬ অগাস্ট ২০১৬ | ৭:৪২ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার এলাকা থেকে ৫০ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার বিকালে একটি পিকআপ ভ্যানসহ তাদের গ্রেফতার করা হয়।

দুজন হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী গ্রামের আবুল কাশেম (৩৮) ও একই উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নুরুল আফছার (২৮)। কাশেম পিকআপের চালক ও আফসার তার সহকারী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো-উপঅঞ্চলেল উপ-পরিচালক আলী আসলাম হোসেন জানান, পিক-আপ ভ্যানে আনোয়ারার গহিরা থেকে চট্টগ্রাম নগরীতে আসছিলেন কাশেম ও আফছার। গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গিবাজার এলাকায় গাড়িটি আটক করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।