চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন ভবনের সাত তলা থেকে পড়ে সুমন বড়ুয়া (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকাল নয়টার দিকে ইপিজেড থানার নয়ারহাট ব্যাংক কলোনির আমির সাধু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন বড়ুয়া খাগড়াছড়ির দীঘিনালার ভৈরববাজার এলাকার উপালি বড়–য়ার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোঃ হামিদ জানান, সাত তলা ভবনে বাঁশের মাচানে দাঁড়িয়ে কাজ করার সময় ভেঙে মাটিতে পড়ে যান সুমন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালের আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।