চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডে কভার্ড ভ্যানের চাপায় লাল মিয়া (৪৩) নামে একটি সিমেন্ট কারখানার নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মাদামবিবির হাট ফরেস্ট অফিসের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাল মিয়া কুড়িগ্রাম জেলার আবদুস সাত্তারের ছেলে। তিনি মাদামবিবির হাটের কনফিডেন্স সিমেন্ট কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন।
বারআউলিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক সালেহ আহমদ পাঠান জানান, সকালে কাজ শেষে কারখানা থেকে বাসায় ফিরছিলেন লাল মিয়া। রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় চালকসহ কর্ভাড ভ্যানটি আটক করা হয়েছে।