সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

দায়িত্ব অবহেলার অভিযোগে চিকিৎসক বরখাস্ত

| প্রকাশিতঃ ৯ অগাস্ট ২০১৬ | ৬:৪৫ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালে এক নারীর গর্ভের সন্তান মারা যাওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে চিকিৎসক ইশরাত জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই ঘটনা তদন্তে মঙ্গলবার তিন সদস্যের কমিটিও করে চট্টগ্রাম সিটি করপোরেশন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে প্রধান করে গঠিক এই কমিটির অন্য সদস্যরা হলেন- চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান শাহান আরা চৌধুরী ও সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন।

সিটি করপোরেশনের সচিব আবুল হোসেন বলেন, চিকিৎসক ইশরাত জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে গত শনিবার সকালে মেমন মাতৃসদন হাসপাতালে ভর্তি হন নগরের হালিশহর বি-ব্লকের বাসিন্দা নিশাত জেরিন। পরের দিন রোববার রাত সাড়ে আটটার দিকে গর্ভাবস্থায় শিশুটির মৃত্যু হয়।