চট্টগ্রাম: সংঘর্ষের মামলার আসামি যুবলীগ নেতার সঙ্গে থানায় বসে বৈঠক করার অভিযোগে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। রোববার রাতে এই আদেশ দিয়েছেন সিএমপি কমিশনার ইকবাল বাহার।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, চকবাজারের ওসি আজিজকে সিটি স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়েছে। একইসঙ্গে কর্ণফুলি থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নূরুল হুদাকে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেয়ার আদেশ দেয়া হয়েছে। এটা কমিশনার স্যার উনার নির্বাহী ক্ষমতাবলে করেছেন।
প্রসঙ্গত গত ৩১ জুলাই চট্টগ্রাম কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনায় যুবলীগ নেতা নূর মোস্তফা টিনুর বিরুদ্ধে অস্ত্র ও বোমাবাজির অভিযোগে ৫ আগস্ট চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মোঃ আসাদুজ্জামান।
রোববার রাত সাড়ে ১০টার দিকে মিজানুর রহমান নামে এক শিক্ষার্থীকে নিয়ে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রণির বিরুদ্ধে মামলা করতে থানায় যান টিনু। মামলার আসামি টিনু জামিন না নিয়ে থানার ওসির সঙ্গে বৈঠকের ঘটনা পুলিশের মধ্যে জানাজানির পর অভিযোগের সত্যতা পেয়ে রাতেই ওসি আজিজকে বদলির আদেশ দেন সিএমপি কমিশনার।