চট্টগ্রাম: চট্টগ্রামে বহুল আলোচিত হিমাদ্রি মজুমদার হিমু হত্যা মামলায় রায় ঘোষণার সময় আবারও পেছানো হলো। বৃহস্পতিবার (১১ আগস্ট) রায় ঘোষণার কথা থাকলেও তা পিছিয়েছে আদালত।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি অনুপম চক্রবর্তী জানান, বৃহস্পতিবার ফুল কোর্ট রেফারেন্স থাকায় রায় ঘোষণা করা সম্ভব হচ্ছে না। রায় ঘোষণার নতুন সময় বৃহস্পতিবার নির্ধারণ করবেন বিচারক।
প্রসঙ্গত মাদক ব্যবসার প্রতিবাদ করায় ২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ‘ফরহাদ ম্যানশন’ নামের ১০১ নম্বর বাড়ির চারতলায় হিমুকে হিং¯্র কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতন করে সেখান থেকে নিচে ফেলে দেয় কয়েকজন বখাটে যুবক। এরপর ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ঢাকার একটি হাসপাতালে মারা যান হিমু। পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ইংরেজি মাধ্যমের সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের ‘এ’ লেভেলের শিক্ষার্থী ছিলেন হিমু। এ ঘটনায় হিমুর মামা প্রকাশ দাশ অসিত বাদি হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
২০১২ সালের ৩০ সেপ্টেম্বর পাঁচলাইশ থানা পুলিশ ওই মামলায় এজাহারভুক্ত পাঁচজন আসামিকে অন্তর্ভুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৮ অক্টোবর পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে প্রায় সাড়ে ১০ মাস পর ২৮ জুলাই রায় ঘোষণার কথা ছিল। কিন্তু বিচারক ছুটিতে থাকায় তা পেছানো হয়েছিল। পরে ১১ আগস্ট রায় ঘোষণার সময় নির্ধারণ করেন আদালত। এবারও দ্বিতীয় দফায় তা পেছানো হলো।