সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ভারী বৃষ্টিতে দুর্ভোগ চট্টগ্রামে

| প্রকাশিতঃ ১০ অগাস্ট ২০১৬ | ৬:৪৪ অপরাহ্ন

Heavy Rainচট্টগ্রাম: নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম নগরীতে ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন নিচু এলাকার লোকজন। নগরীর এক্সেস রোড ও হালিশহরসহ বিভিন্ন এলাকায় পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।

এর আগে গত মঙ্গলবার রাত থেকে শুরু হয় বৃষ্টিপাত। বুধবার বেলা ১২টার পর বৃষ্টি কমে আসলেও নগরীর বিভিন্ন স্থানে পানি আটকে যাওয়ায় শুরু হয় জনদুর্ভোগ। নগরীর বাদুরতলা, চকবাজার, শুলকবহর, বাকলিয়া, বহদ্দারহাট, মুরাদপুর, চাক্তাই, খাতুনগঞ্জ, ষোলশহর ২নং গেট, মুরাদপুর এলাকা, চান্দগাঁও বি-ব্লক, হালিশহর মোগলটুলি, পাথারঘাটা এলাকার বিভিন্ন সড়ক হাঁটুসমান পানিতে তলিয়ে যায়।

বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, ঘর থেকে বেরিয়েই বৃষ্টির কারণে কর্মজীবী মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানমুখী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। বহদ্দারহাট থেকে চকবাজার সড়কে যানবাহন নেই। পথচারীদের অনেকেই পানি ডিঙিয়ে গন্তব্যে ছুটছেন। একই পরিস্থিতি বহদ্দারহাট-ষোলশহর সড়কেরও। আগ্রাবাদ সিডিএ এলাকায় পানি জমায় সিডিএ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগ্রাবাদ এক্সেস সড়ক ও হালিশহরের কয়েকটি স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

পতেঙ্গা আবহাওয়া অফিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৮৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নি¤œচাপের প্রভাবে ভারী বর্ষণ হচ্ছে। আগামী ২৪ ঘন্টায়ও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।