সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে জাল নোটসহ যুবক গ্রেফতার

| প্রকাশিতঃ ১১ অগাস্ট ২০১৬ | ৬:২২ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ২০ হাজার টাকার জালনোটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর বাংলাবাজার ঢেবারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ জাহিদ হোসেন প্রকাশ জাবেদ (২৫) ফেনী জেলার জনৈক নূরুল ইসলামের ছেলে।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতার হওয়া জাবেদ পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। এর আড়ালে জালনোটের ব্যবসা করে আসছিল সে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এক হাজার টাকার ২০টি জালনোট নিয়ে বাংলাবাজার এলাকায় বিক্রি করতে যায় জাবেদ। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, সৌরভ নামের আগ্রাবাদ এলাকার এক ব্যক্তি এ টাকা দিয়েছিল বলে জাবেদ জানিয়েছে। সৌরভকে গ্রেফতারের চেষ্টা করছি। এ ঘটনায় জাবেদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।