সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সীতাকুন্ডে বাস-ট্রাক সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

| প্রকাশিতঃ ১১ অগাস্ট ২০১৬ | ৬:৪৭ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হন। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ ছলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজরিন মেহরিন ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

হাইওয়ে পুলিশ ফৌজদারহাট ফাঁড়ির সার্জেট মোঃ রফিক বলেন, কুমিরা ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে বাসটি নগরীর বহদ্দারহাটের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে দক্ষিণ ছলিমপুর এলাকায় যাওয়ার পর বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রাকটি উল্টো পথে যাওয়ায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়–য়া বলেন, সীতাকুন্ডে দুর্ঘটনায় আহত পাঁচ শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক মেহরিন নামের এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহকারী প্রক্টর জাহিদ হোসেন ভূঁইয়া বলেন, আহত ছাত্রীদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আরো ১২জনকে নগরীর দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।