বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সহিংসতা করলে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে : ওবায়দুল কাদের

প্রকাশিতঃ ৮ নভেম্বর ২০১৮ | ১২:১৮ পূর্বাহ্ন

বাসস : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট রোডমার্চের নামে পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে রাজনৈতিভাবেই তাদের মোকাবেলা করা হবে।

তিনি বুধবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে নির্বাচনী প্রচার উপ- কমিটির বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

এ সময় ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সংলাপ শেষ। আনুষ্ঠানিকভাবে আর সংলাপ হবে না। তবে নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে অনানুষ্ঠানিক আলোচনা হতে পারে।

প্রচার উপ-কমিটির আহবায়ক ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশিষ্ট অভিনেত্রী শমি কায়সার, অভিনেতা ফেরদৌস ও শাকিল খানসহ নির্বাচনী প্রচার উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী সপ্তাহ থেকে অভিনয় শিল্পীরা আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার সাথে যুক্ত হবেন বলেও জানান কাদের।