বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

‘ঐক্য অটুট রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া’

| প্রকাশিতঃ ১২ নভেম্বর ২০১৮ | ৫:৫৭ অপরাহ্ন

ঢাকা : ঐক্য অটুট রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ভোট নিয়ে তার সঙ্গে কথা হয়নি; জানান ফখরুল। মির্জা ফখরুল দাবি করেন, খালেদা জিয়া খুব অসুস্থ, তাই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করানো হোক।

খালেদা জিয়ার সঙ্গে দেখা শেষে সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব কথা জানান।

আজ (সোমবার) দুপুর সোয়া ২টায় বিএনপির পাঁচ নেতা কারাগারে দলীয় প্রধানের সঙ্গে দেখা করতে যান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।

একুশে/এসসি