
ঢাকা : ১৪ দলের প্রতিনিধি দলের প্রধান ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন, বিএনপি নিজেদের হিডেন এজেন্ডা বাস্তবায়ন করতে মিথ্যা অভিযোগ করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসিকে প্রশ্নবিদ্ধ করছে। বিএনপি দ্বিমুখী আচরণ করছে; বলেন তিনি।
শুক্রবার (২৩ নভেম্বর) বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ইসি কমিশনার রফিকুল ইসলাম ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদসহ ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএনপি নির্বাচনে সংঘাতের উসকানী দিচ্ছে উল্লেখ করে দিলীপ বড়ুয়া বলেন, বিএনপি দ্বিমুখী আচরণ করছে। তারা একদিকে নির্বাচনমুখী আচরণ দেখাচ্ছে। তারা কেন্দ্র নিয়ন্ত্রণের নামে নির্বাচনকে সংঘাতের দিকে নিয়ে যাওয়ার উসকানি দিচ্ছে।
প্রশাসনে রদবদলের অভিযোগে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রশাসনে রদবদলে ইসির প্রয়োজনীয় পদক্ষেপকে আমরা স্বাগত জানাব। তবে আমাদের কোনো অভিযোগ নেই। সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে কমিশন সেক্ষেত্রে ব্যবস্থা নিতে পারে। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার।
এ সময় ইসির কাছে ১৪ দলের পক্ষ থেকে আট দফা লিখিত দাবি তুলে ধরা হয়।
প্রতিনিধি দলে ১৪ দলের পক্ষে অন্যান্যদের মধ্যে ছিলেন– আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী, ওয়ার্কার্স পার্টির কামরুল আহসান, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম, জাসদের নাদের চৌধুরী ও সাজ্জাদ হোসেন, ন্যাপের ইসমাইল হোসেন প্রমুখ।
একুশে/এসসি