বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

মিলাদুন্নবীর নামে মোরশেদ খানের নির্বাচনী শোডাউন

| প্রকাশিতঃ ২৪ নভেম্বর ২০১৮ | ১:৩০ পূর্বাহ্ন

সুমন চৌধুরী : শনিবার নগরের চান্দগাঁও থানার উত্তর চৌধুরী পাড়া নিজ বাড়িতে মিলাদুন্নবী (সঃ) পালনে কমপক্ষে সাড়ে ৭ হাজার লোকের মেজবানের আয়োজন করছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী এম মোরশেদ খান। সকাল ১০ টা থেকে এই মেজবান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ইতোমধ্যে এ আয়োজনে সহযোগিতা কামনা করে বিভাগীয় কমিশনার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নানকে একটি চিঠিও দেন তিনি। পাশাপাশি সিএমপির উপ-পুলিশ কমিশনারকে (নর্থ) এ বিষয়ে অবহিত করা হয় মোরশেদ খানের পক্ষ থেকে।

চিঠিতে প্রতি বছরের মতো এবারও মিলাদুন্নবী (সাঃ) উদযাপনের কথা উল্লেখ করা হলেও বিগত কয়েক বছর এভাবে ঘটা করে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করেননি তিনি। হঠাৎ করে নির্বাচনের আগ মুহূর্তে মোরশেদ খানের মিলাদুন্নবী (সঃ) উদযাপন অনুষ্ঠানটি জনমনে প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি করেছে। অনেকে বলছেন, নির্বাচনকে সামনে রেখে মিলাদুন্নবী উদযাপনের নামে মূলত এটি একটি নির্বাচনী শোডাউন।

গত বছরের ২৮ জুন এবি ব্যাংকের ৩৮৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

জানা যায়, এম মোরশেদ খানের প্রতিষ্ঠান প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেড (পিবিটিএল) কোনো নিয়ম-কানুন ছাড়াই এবং অসৎ উদ্দেশ্যে এবি ব্যাংকের চারটি বোর্ডসভায় জামানত ছাড়াই ব্যাংক গ্যারান্টি পায়। এর সঙ্গে এবি ব্যাংকের কর্মকর্তারাও জড়িত ছিল। এই গ্যারান্টি ব্যবহার করে পিবিটিএল আটটি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান থেকে সহায়ক জামানত দেখিয়ে ঋণ নিয়েছে।

এ ব্যাপারে মোরশেদ খান ও তার স্ত্রীকে গত ১৮ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে তলব করা হয়েছিল।

একুশে/এসসি/এটি