বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

মহাজোটের প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে আজ

| প্রকাশিতঃ ২৪ নভেম্বর ২০১৮ | ১২:১৬ অপরাহ্ন

ঢাকা : আওযামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে আজ (শনিবার)। শরিকদের সঙ্গে দর-কষাকষির পর আসন সংখ্যা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

প্রথমে তিনশ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা থাকলেও তা থেকে সরে এসেছে দলটি। সিদ্ধান্ত হয় শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি করে একসঙ্গে মহাজোটের প্রার্থী ঘোষণা করার ।

প্রার্থী চূড়ান্ত করতে জোট প্রধান শেখ হাসিনার সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে জাতীয় পার্টি, যুক্তফ্রন্টসহ অন্যান্য শরিক দলের নেতারা।

সর্বশেষ যুক্তফ্রন্ট মহাজোটে যুক্ত হওয়ায় আসন ভাগাভাগির হিসেব পাল্টে যায়। যুক্তফ্রন্টের পক্ষে ২৩ আসন দাবি করলেও ৭টি দিতে রাজি হয় আওয়ামী লীগ।

এদিকে, জোটের বড় দল জাতীয় পার্টি ৬০টি আসন দাবি করলেও ৫০টির বেশি আসন দিতে পারে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, জোটের শরিকদের যত দাবি থাকুক না কেনো জরিপে এগিয়ে থাকা প্রার্থীদের গুরুত্ব দিচ্ছেন তারা। সেই বিবেচনায় এবার ১৪ দলের আসন কমতেও পারে।

১৪ দলের শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টিকে দেয়া হতে পারে-৪টি আসন, জাসদ-৫, জাতীয় পার্টি-জেপি-২টি ও তরিকত ফেডারেশন-একটি।

একুশে/আরসি/এসসি