সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চবিতে ছাত্রলীগের নবীন বরণ ও কুইজ প্রতিযোগিতা

| প্রকাশিতঃ ৩ মার্চ ২০১৯ | ৯:৪১ অপরাহ্ন


চবি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের সাংস্কৃতিক সংগঠন মাতৃভূমি সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ব্যবস্থাপনায় (২০১৮-১৯) শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীন বরণ ও স্বাধীনতা দিবস কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার এই নবীন বরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের গোলাপ ও কলম তুলে দিয়ে বরণ করে নেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।

কুইজ প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন (২০১৫-১৬) শিক্ষাবর্ষের গোলাম মাওলা রবিন, (২০১৬-১৭) শিক্ষাবর্ষের নওরীন ও বিথী; এতে বিজয়ী তিনজন শিক্ষার্থীকে বই দিয়ে পুরস্কৃত হয়।

চবি ছাত্রলীগের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শরফুদ্দীন রাশেদ ও সারোয়ার আলম জিমি।

অতিথিবৃন্দ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে বই তুলে দেন এবং সমাপনী বক্তব্যে এই ধরনের সৃজনশীল কর্মকান্ড অব্যাহত রাখার আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংসদের (২০১৬-১৭) শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রবাল পাল। বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা তানভীর তপু, শ্রাবণ মিজান, আনাস তন্ময় প্রমুখ।