
ঢাকা : দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত।
ভোট শুরুর আগেই হলে হলে দীর্ঘ লাইন চোখে পড়ে। এসময় ভোটারদের লাইন মূল ফটকের বাইরে সড়কেও ছড়িয়ে পড়ে।
প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী ভোটে নির্বাচন করবেন তাদের প্রতিনিধি। ছয় ঘণ্টার ভোটে চূড়ান্ত হবে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্ব।
এই নির্বাচন সামনে রেখে উৎসবমুখর ক্যাম্পাস।