
চট্টগ্রাম: স্বাধীনতার ৪৮তম বার্ষিকীতে শহীদ মিনারে ফুল দিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে ঝাউতলা প্রাইমারি স্কুল মাঠস্থ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন তারা।
এর আগে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি কাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ওয়াহেদ বুল বুল অর্পনের নেতৃত্বে র্যালি বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পিসিআইইউ ছাত্রলীগর যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল খাস্তগীর, নাইমুল হাসান শিহাব; সাংগঠনিক সম্পাফক নুরুল আফসার সাগর; প্রচার সম্পাদক রিয়াজুল আলম শিহাব; গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক অমর্ত্য মজুমদার; উপ গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান হিমেল; সহ-সম্পাদক শহীদুজ্জামান ইরফান।
আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ পিসিআইইউ শাখার সভাপতি রিপন বড়ুয়া রিক, সাধারণ সম্পাদক একরামুল হক বাবলু; বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি ইরফান, চট্টগ্রাম মহানগর শাখার উপ-অর্থ সম্পাদক এম এ নাবিল, আমিন শরীফ সৌরভ, উপ আপ্যায়ণ বিষয়ক সম্পাদক আহসানুল কবীর পায়েল; সহ-সম্পাদক ইমতিয়াজ, তূর্য্য, রোমিও মারমা।
এছাড়া উপস্থিত ছিলেন নিশান, ফরহাদ, ইমরান, হামিস, সাজ্জাদ সিয়াম, আশিক আহমেদ প্রমুখ।