
চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবিরকর্মী সন্দেহে সাবেক এক শিক্ষার্থীকে মারধর করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (২৭ মার্চ) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই ঘটনা ঘটে। মারধরকারীরা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারি চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) গ্রুপের কর্মী।
তার নাম এমদাদুল হক। তিনি বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, চাকুরির ভাইভা দিতে ওই শিক্ষার্থী প্রশাসনিক ভবনে আসলে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সম্পাদক শরীফ উদ্দিনের নেতৃত্বে একদল ছাত্রলীগকর্মী তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।
বিষয়টি স্বীকার করে সিএফসি গ্রুপের নেতা ও সাবেক সহ-সভাপতি এনামুল হক আরাফাত বলেন, এমদাদ চিহ্নিত শিবির কর্মী। ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ-শিবির সংঘর্ষে সে সামনে থেকে শিবিরের নেতৃত্ব দিয়েছে। আজ ক্যাম্পাসে আসলে আমাদের কর্মীরা তাকে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী ‘একুশে পত্রিকাকে’ বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনাটি আমাদের জানানো হলে আমরা তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে বলেছি।
একুশে/আইএস/এসসি