বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

পালিয়ে বেড়াচ্ছে বোমা হামলার সন্দেহভাজনেরা

| প্রকাশিতঃ ২১ এপ্রিল ২০১৯ | ৭:৪৭ অপরাহ্ন

ছবি : রয়টার্স

শ্রীলংকা: পুলিশের হাত থেকে বোমা হামলার সন্দেহভাজনেরা পালিয়ে বেড়াচ্ছে বলে জানিয়েছেন শ্রীলংকার অর্থনৈতিক সংস্কার বিষয়ক মন্ত্রী হর্ষ ডিসিলভা

তিনি প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান ভিজেভার্দানেকে উদ্ধৃত করে বলছেন, সে দেশের দেহিওয়ালা এবং ডেমাটাগোটা নামক জায়গায় যে দুটি বিস্ফোরণ ঘটেছে, সেটার পেছনে যারা রয়েছেন তারাই সম্ভবত আগের হামলাগুলোর সঙ্গে জড়িত।

পুলিশের হাত থেকে বাঁচার জন্যই তারা বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারেন বলে মন্ত্রী বলছেন।

এর আগে রোববার সকালে তিনটি হোটেল ও তিনটি গির্জায় ছয়টি বোমা বিস্ফোরণের পর বিকেলে আরেকটি হোটেলসহ দু’টি স্থানে হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত ২০৭ জন মানুষের প্রাণ ঝরেছে। এদের মধ্যে ৩৫ জন বিদেশিও রয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।

এছাড়া নিখোঁজ রয়েছেন বেশ কিছু লোক, যাদের মধ্যে দুই বাংলাদেশিও আছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।