
শ্রীলংকা: ভ্যাটিকানে খোলা ময়দানে ইস্টার সানডে’র ভাষণে ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান পোপ ফ্রান্সিস শ্রীলংকার হামলার নিন্দা জানিয়েছেন।
সেন্ট পিটার স্কোয়ারে হাজির উপাসনাকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ইস্টারে যেসব খ্রিস্টান “শোকপালন করছেন এবং ব্যাথাতুর” হয়েছেন তিনি তাদের সহমর্মী।
রোববার সকালে তিনটি হোটেল ও তিনটি গির্জায় ছয়টি বোমা বিস্ফোরণের পর বিকেলে আরেকটি হোটেলসহ দু’টি স্থানে হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত ২০৭ জন মানুষের প্রাণ ঝরেছে। এদের মধ্যে ৩৫ জন বিদেশিও রয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।
এছাড়া নিখোঁজ রয়েছেন বেশ কিছু লোক, যাদের মধ্যে দুই বাংলাদেশিও আছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।