বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

শ্রীলংকায় নিহতের সংখ্যা বেড়ে ৩১০, গ্রেপ্তার ৪০

| প্রকাশিতঃ ২৩ এপ্রিল ২০১৯ | ১১:২৮ পূর্বাহ্ন


শ্রীলংকা: শ্রীলংকায় একের পর এক বোমা হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩১০ জনে পৌঁছেছে।

পুলিশ বলছে, স্থানীয় সময় গতকাল সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হামলায় আহত বেশ কয়েকজন মারা যান। হামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহতদের স্মরণে দেশটির নাগরিকেরা আজ তিন মিনিটের নিরবতা পালন করেছে।

শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে টুইটারে দেওয়া এক পোস্টে বলেন, এই ট্রাজেডির মুখে আমাদের ঐক্যবদ্ধ থাকা আবশ্যক দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানায় সোমবার মধ্যরাত থেকে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা চলছে।

দেশটির স্থানীয় সময় গত রবিবার সকাল ৮ টা ৪৫ নাগাদ খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানের তিনটি গির্জায় বোমা বিস্ফোরণ ঘটে।

হামলার জন্য শ্রীলংকার সরকার স্থানীয় ইসলামি চরমপন্থী দল ন্যাশনাল তাওহীদ জামায়াতকে (এনটিজে) দায়ী করেছে। তাদের সঙ্গে আন্তর্জাতিক যোগসাজশ রয়েছে বলে মনে করছে দেশটির সরকার। গতকাল পুলিশকে উদ্ধৃত করে এএফপির খবরে জানানো হয়, আটক করা সবাই এনটিজে দলের।