
ছবি : রয়টার্স
আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে খনি ধসে প্রায় ৫০ জনের বেশি শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও বহু শ্রমিক। ভূমি ধসের সময় শ্রমিকরা ঘুমিয়ে ছিল বলে জানা গেছে।
স্থানীয় সময় গত সোমবার রাতে পুরনো একটি খনিতে কাদা পানির একটি পুকুরের পাড় ভেঙে পড়লে এ ধস শুরু হয়। দেশটির উত্তরাঞ্চলের একটি জেড খনিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ১১টার দিকে উত্তরাঞ্চলের কাচিনের হপকান্ত শহরের মাউ উন কালায় গ্রামে জেড খনিতে ভূমিধসের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অন্তত ৫৪ জন শ্রমিক খনির বর্জ্যের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া ৪০টি মেশিন ও অন্যান্য যানবাহনও চাপা পড়েছে।
উদ্ধার-সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাটির নিচ থেকে দেহগুলো বের করে আনা অত্যন্ত কঠিন। এ পর্যন্ত তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। তল্লাশি ও উদ্ধার কাজ অব্যাহত আছে।
ভূমিধসে শুয়ি নগর কোয়ে কুং এবং মিয়ানমার থুরা জেম এই দুটি কোম্পানির জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়।
মিয়ানমারের জেড খনিগুলোতে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে এবং এতে অনেক লোকের মৃত্যুর হয়।
একুশে/আন্তর্জাতিক ডেস্ক