সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

একদিকে বই উৎসব অন্যদিকে নিরাপদ ক্যাম্পাসের দাবি!

| প্রকাশিতঃ ২৮ এপ্রিল ২০১৯ | ২:৩০ অপরাহ্ন

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকলে যখন বই উৎসবে মুখরিত ঠিক তখনি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (২৮ এপ্রিল) বেলা ১২টার দিকে তারা এই বিক্ষোভ সমাবেশ করেন।

এসময় “চির সবুজের ক্যাম্পাস রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই? নিরাপদ ক্যাম্পাস চাই, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়”? লিখিত ফেস্টুন শিক্ষার্থীদের হাতে দেখা গেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, গতকাল চলন্দায় বিশ্ববিদ্যালয়ের ৫০ শিক্ষার্থীর ছিনতাইয়ের ঘটনার আমরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমাদের ২১’শ একরের ক্যাম্পাসের নিরাপত্তা চাই।বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের টেলিহিল, পাম বাগান ও গতকাল চালন্দায় ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

বক্তারা আরো বলেন, গতকালের ঘটনার পর আমরা যখন প্রক্টর স্যারকে অবগত করায় তিনি বলেন, চালন্দা ক্যাম্পাসের বাইরে। কিন্তু বিগত কিছু দিন আগে টেলিহিল ও পাম বাগানে আমার কিছু ভাই ছিনতাইয়ের শিকার হয়েছে। তারা বলেন, আমরা মানলাম চালন্দা ক্যাস্পাসের বাইরে কিন্তু টেলিহিল ও পামবাগান তো ক্যাম্পাসের ভিতরেই!

একুশে/আইএস/এসসি