সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

মাদারীপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নেতৃত্বে মামুন-রুবেল

| প্রকাশিতঃ ২৯ এপ্রিল ২০১৯ | ৮:১৬ অপরাহ্ন


চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত মাদারীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মাদারীপুর স্টুডেন্টস এসোসিয়েশনের’ নতুন কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

এতে অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ সেশনের আব্দুল্লাহ আল মামুন সুইটকে সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ সেশনের রবিউল হাসান রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার এ কমিটি অনুমোদন দিয়েছেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ ও সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক লিটন মিত্র।

কমিটিতে মোস্তাফিজুর রহমান মাছুমকে সিনিয়র সহ-সভাপতি, এনামুল হাসান খাঁন ও মিয়াদ ইবনে আরমিনকে সহ-সভাপতি, সঞ্চিতা আক্তার শায়লা ও আমিনুল ইসলঅম তুষারকে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে।

দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা দিয়েছেন অনুমোদনকারী দুই শিক্ষক।