চট্টগ্রাম: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরীর ২৮৪টি পূজা মন্ডপে অনুদান হিসেবে ১৪ লক্ষ ২০ হাজার টাকা বিতরণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
বৃহস্পতিবার নগরীর থিয়েটার ইনষ্টিটিউটে মেয়র আ জ ম নাছির উদ্দীন অনুদানের টাকা পূজা মন্ডপ কমিটির হাতে তুলে দেন।
এ সময় মেয়র বলেন, ‘চট্টগ্রাম শান্তি ও সম্প্রীতির এলাকা। আবহমান কাল থেকে চট্টগ্রামে সকল ধর্মের মানুষ পূজা-পার্বন সহ সকল ধরনের আচার অনুষ্ঠান শান্তিপূর্ণ ভাবে পালন করে আসছে। দেশ, মানুষ ও মাটির প্রতি মমত্ববোধ থেকে সকলকে দায়িত্ব পালন করতে হবে।
চসিকের প্রধান নির্বাহী কাজী মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট চন্দন তালুকদার, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মো. আবদুল কাদের, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নীলু নাগ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ পাল, সাধারণ সম্পাদক সুজিত দাশ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুল হক, উপ সচিব আশেক রসুল চৌধুরী টিপু, নির্বাহী প্রকৌশলী ঝুলন কুমার দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চসিকের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম।