বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

সাড়ে চার হাজার বস্তা মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধ জব্দ

| প্রকাশিতঃ ৮ অক্টোবর ২০১৬ | ৮:১২ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরীর মাঝিরহাট এলাকার পূর্ব মাদারবাড়িতে মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের প্যাকেট উৎপাদন ও মেয়াদে ভুয়া সিল ব্যবহারের কারণে নুর ডেইরি অ্যান্ড ফুডস প্রসেসিং ফ্যাক্টরি নামে এক প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে চার হাজার ৪০০ বস্তা গুঁড়ো দুধ জব্দ করেছে চট্টগ্রামের একটি ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে প্রায় দু’ঘন্টা ব্যাপি এ অভিযান বিকেল তিনটা থেকে শুরু হয়ে চলে বিকেল পাঁচটা পর্যন্ত।

অভিযানে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফোরকান এলাহী অনুপম বলেন, বিএসটিআই’র অনুমোদন ছাড়া গুঁড়ো দুধ আমদানি করে সেগুলোর বস্তায় উৎপাদন ও মেয়াদের তারিখ লিখে ভূয়া সিল দিয়েছিল নুর ডেইরি অ্যান্ড ফুডস প্রসেসিং ফ্যাক্টরি। এজন্য বিএসটিআই আইন (১৯৮৫) ও ভোক্তা অধিকার আইন (২০০৯) অনুসারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের গুদামে রাখা চার হাজার ৪০০ বস্তা গুঁড়ো দুধ জব্দ করা হয়েছে।

তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের প্যাকেটে উৎপাদন ও মেয়াদে ভুয়া সিল ব্যবহার করায় প্রতিষ্ঠানের মালিক নাজিম উদ্দিনকে দেড় লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদ- দিয়েছে আদালত। এসময় জব্দকৃত গুঁড়ো দুধের বস্তা গুলো ধ্বংস করা হবে বলেও জানান তিনি।