বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

সন্দ্বীপে ১৯ জলদস‌্যু গ্রেপ্তার

| প্রকাশিতঃ ৯ অক্টোবর ২০১৬ | ১১:১৮ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: সন্দ্বীপের চরাঞ্চল থেকে অস্ত্র-গুলিসহ ১৯ জলদস্যুকে গ্রেপ্তার করেছে উপকূল রক্ষী বাহিনী।

রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত সন্দ্বীপের টেংগার চরে অভিযান চালিয়ে এসব জলদস্যুকে গ্রেপ্তার করা হয়|

কোস্ট গার্ড পূর্ব জোনের কর্মকর্তা ওমর ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলাউদ্দিন বাহিনীর সদস্যদের আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানে ১৯ জলদস্যুকে গ্রেপ্তারের পর আস্তানা থেকে ছয়টি পাইপগান, দুটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি চাপাতি ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।