চট্টগ্রাম: শৃংখলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার তাদের বরখাস্তের আদেশ দেন মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার।
তারা হলেন- গোয়েন্দা পুলিশের এসআই উজ্জ্বল কান্তি দাস এবং এএসআই আনিসুর রহমান।
পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, শৃংখলা বিরোধী কাযকলাপে জড়িত থাকার অভিযোগে এসআই উজ্জ্বল ও আনিসুরকে বরখাস্ত করা হয়েছে। তদন্তে অপরাধের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
নগর পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গত ৬ অক্টোবর রাতে নগরীর কোতোয়ালী থানার নিউ মার্কেট এলাকায় ক্রেতা সেজে অস্ত্র কিনতে যায় র্যাব-৭ এর একটি দল। এসময় অস্ত্র বিক্রেতা তপন কান্তি দে ও দিদারকে গ্রেফতারের সময় গোয়েন্দা পুলিশের একটি দল গিয়ে অস্ত্র বিক্রেতাদের ছেড়ে দিতে বলে।
এ নিয়ে র্যাব সদস্যদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তারা। পরে র্যাব সদস্যরা দুই ডিবি কর্মকর্তাকে র্যাব কার্যালয়ে নিয়ে যায়। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের দুই সদস্যরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।