বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে অস্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতার

| প্রকাশিতঃ ১১ অক্টোবর ২০১৬ | ৫:৩৩ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরীতে একটি শর্টগান ও দুই রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার সকাল ১০টার দিকে সদরঘাট থানাধীন কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ রবিউল হোসেন (২৬) কুমিল্লার লাকসাম থানার শংকুর পাড় এলাকার তমিজ উদ্দিন মোল্লার ছেলে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) সোহেল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী বাসস্ট্যান্ড এর পার্শ্বে আলম হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালায় যায় র‌্যাব সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রবিউলকে গ্রেফতার করা হয়। পরে তার পিঠে থাকা স্কুল ব্যাগ তল্লাশী করে একটি শর্টগান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় সদরঘাট থানায় মামলা হয়েছে।