বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

কম্বোডিয়ায় ভবন ধসে ৩ জনের প্রাণহানি, আহত ১৩

| প্রকাশিতঃ ২২ জুন ২০১৯ | ২:১৫ অপরাহ্ন

আন্তর্জাতিক : কম্বোডিয়ার সমুদ্র সৈকত এলাকায় নির্মাণাধীন একটি ভবন ধসে অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৩ জন। নিহতদের সকলেই কম্বোডিয়ার নাগরিক। এদের মধ্যে দু’জন নির্মাণ কর্মী ও একজন দোভাষী। এছাড়া ধ্বংসস্তুপের নিচে আরো অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে আশংকা করা হচ্ছে। খবর এএফপি’র।

শনিবার (২২ জুন) ভবন ধসের ঘটনাটি ঘটে।

চীনের এক নাগরিক ভবনটির মালিক বলে জানিয়েছেন । তিনি কম্বোডিয়ার গভর্নর ইউন মিন। এক মালিকের কাছ থেকে জমিটি ক্রয় করেন বলে জানান তিনি।

খবরে বলা হয়েছে, সমুদ্র সৈকতের সাথে লাগোয়া সিহানৌকভিল শহরে ৭ তলা বিশিষ্ট ভবনটি হঠাৎ করে ধসে পড়ে। এ সময় ভবনের ভিতরে নির্মাণ কর্মীরা ছিল। চীনের একটি কোম্পানি ভবনটির মালিক।

প্রিয়াহ সিহানৌক প্রদেশের গভর্নর ইউন মিন এএফপি’কে বলেন, আমরা একটি লাশ উদ্ধার করেছি এবং ধ্বংস্তুপের ভিতরে আরো দু’টি লাশ দেখেছি।

ভবনটির ভিতরে আরো অনেকে চাপা পড়ে থাকার আশংকায় সেখানে জোরদার উদ্ধার তৎপরতা চালাতে দেখা যাচ্ছে বিভিন্ন ছবিতে।

এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তথ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, ‘ভবনটির ধ্বংস্তুপের ভিতরে ৩০ জনের বেশি লোক রয়েছে।

একুশে/ডেস্ক/এসসি