
ক্রিকেট : ইংল্যান্ড বিশ্বকাপের ২৮ তম ম্যাচে শনিবার (২২ জুন) আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিয়েছে ভারত।
শনিবার (২২ জুন) সাউদাম্পটনের রোজ বোলে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইন্ডিয়ান দলপতি বিরাট কোহলি। লক্ষ্য একটাই দুর্বল আফগানিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়ার। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
পাক ম্যাচের সুখস্মৃতি ধারণ করে সাউদাম্পটনের রোজ বোলে আবার নামল ভারত। অনেকেই এ ম্যাচকে ফেভারিট বনাম লাস্টবয় বলে আখ্যা দিচ্ছেন। এমন আবহেই বৃষ্টিহীন আকাশের নিচে বিরাট কোহলি ও গুলবদ্দিন নবিকে নিয়ে মাঠে নামলেন আম্পায়ার।
রোহিত শর্মার চোখে ইয়ন মরগানের রেকর্ডের হাতছানি। সুপার স্যাটার্ডে উদযাপন করতে পারে আজ ধোনি-কোহলিরা। এমন উচ্ছ্বাসই ম্যাচের আগে দেখা মেলেছে সমর্থকদের শারীরিক ভাষায়।
এদিকে লড়াই করতে প্রস্তুত হাসমতউল্লাহরা। দশ মাস আগে এশিয়া কাপের স্মৃতিই আফগানদের সম্বল। সেদিন ভারতকে রুখে দিয়েছিলেন তারা। যদিও দলের সেরা পারফর্মার রশিদ খান এখনও বেশ বিধ্বস্ত।
আফগানিস্তান একাদশ : হযরতউল্লাহ জাজাই, গুলবদীন নায়েব (সি), রহমত শাহ, হাশমতাউল্লাহ শহীদী, আসগর আফগান, মোহাম্মদ নবী, ইকরাম আলী খিল (ওয়া।), নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান
ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (সি), বিজয় শংকর, এমএস ধোনি (ডব্লিউ), হার্ডিক পান্ডা, কেদার জাদব, কুলদীপ যাদব, মোহাম্মদ শামী, জুজভেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ
একুশে/এসসি