বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

জার্মানিতে দুই যুদ্ধবিমান মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত

| প্রকাশিতঃ ২৪ জুন ২০১৯ | ৮:১৪ অপরাহ্ন

জার্মান : জার্মানির উত্তরাঞ্চলে দেশটির বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান মুখোমুখি সংঘর্ষের পর বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্তের পর দুই পাইলট নিরাপদে সেখান থেকে বের হতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে বিমান বাহিনীর এক মুখপাত্র।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় মালচো অঞ্চলের পাশের ফ্লিসেন্সি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে। তবে কেন যুদ্ধবিমান দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। পুরো এলাকার আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে বলেছেন, স্থানীয় সময় দুপুর দুইটার দিকে যুদ্ধবিমান দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় ওই এলাকায় বিকট আওয়াজ শুনতে পান তারা। তবে ঠিক কতজন আহত হয়েছেন সে সম্পর্কে কেউই কিছু জানাতে পারেনি।

দেশটির জরুরি সেবা বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার অভিযান চলছে, তবে কতজন হতাহত হয়েছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

একুশে/ডেস্ক/এসসি