সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

টসে জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

| প্রকাশিতঃ ৩০ জুন ২০১৯ | ৪:০৪ অপরাহ্ন

ক্রিকেট : ছয় ম্যাচে পাঁচ জয়ে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ভারত আজ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। অন্যদিকে সেমির আশা বাঁচিয়ে রাখতে জয় চাই ইংল্যান্ডেরও। সাত ম্যাচে ইয়ন মরগানের অর্জন ৮ পয়েন্ট।

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। রোববার (৩০ জুন) বার্মিংহামের এজবাস্টনে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।

ভারত একাদশ

লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), ঋশভ পান্ত, কেদার জাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, যুজভেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।

ইংল্যান্ড একাদশ

জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্ল্যাঙ্কেট, জোফরা আচার, মার্ক উড।

একুশে/এসসি