চট্টগ্রাম: নগরীর দুটি পৃথক স্থান থেকে দুই দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পাহাড়তলী চক্ষু হাসপাতালের অদূরে সড়ক থেকে ও আগের রাতে খুলশী আমবাগান এলাকা থেকে লাশ দুটি উদ্ধার হয়।
এরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার বাসিন্দা নাসির উদ্দিন (৩৩) এবং ফেনীর বাসিন্দা জাহাঙ্গীর আলম (৩০)।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, মায়ের চোখের ছানি অস্ত্রোপচার করাতে নোয়াখালী থেকে চট্টগ্রামে আসেন নাসির উদ্দিন। মাকে হাসপাতালে ভর্তি করিয়ে তিনি হাসপাতালের বাইরে বের হন বৃহষ্পতিবার রাতে। পরে সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীয় লোকজন হাসপাতালের মুল ফটকের বাইরে একটি লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। পরে সকাল ১১টার দিকে নাসিরের স্বজনরা এসে লাশটি সনাক্ত করে।
ওসি আরও জানান, দূর্বৃত্তরা নাসিরের কাছে থাকা মোবাইল ফোন নিয়ে গেছে। তার কাছ থেকে আট হাজার টাকা ও তার ব্যক্তিগত পাসপোর্ট পাওয়া গেছে। এ ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেয়ে।
নাসিরের চাচা মোহাম্মদ আলী বাদল জানান, এক সপ্তাহ আগে নাসির তার মাকে নিয়ে নগরীর জালালাবাদে চাচার বাসায় উঠেন। বুহষ্পতিবার মায়ের চোখের ছানি অপারেশনের জন্য পাহাড়তলী চক্ষু হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার রাতে বাদলের স্ত্রী হাসপাতালে নাসিরের মায়ের সাথেই ছিলেন। রাতে কোন এক সময় নাসির হাসপাতাল থেকে বের হন।
অন্যদিকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে খুলশী থানার আমবাগানে জাহাঙ্গীর আলমের মৃতদেহ পাওয়া যায় বলে জানান ওসি নিজাম উদ্দিন। তিনি বলেন, নিহত জাহাঙ্গীর চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি কারখানায় কাজ করতেন। তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ সড়কে ফেলে গেছে দুর্বৃত্তরা। তার গলায় দাগ আছে।
দুটি লাশই ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা নিজাম উদ্দিন।