সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

আর্জেন্টিনাকে হারিয়ে কোপার ফাইনালে দুর্দান্ত ব্রাজিল

| প্রকাশিতঃ ৩ জুলাই ২০১৯ | ১১:৩৯ পূর্বাহ্ন


খেলা ডেস্ক: কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

ম্যাচের ১৯ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন গ্যাব্রিয়েল জেসুস। ৭১ মিনিটে অপর গোলটি করেন ফার্মিনহো।

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা বেশ কয়েকটি চেষ্টা করে গোল করার।

কিন্তু শেষ পর্যন্ত লিওনেল মেসি, অ্যাগুইরো কিংবা মার্তিনেজ ভাঙতে পারেননি ব্রাজিলের রক্ষণভাগ।

২০০৭ সালের পর আজই প্রথম কোপা আমেরিকায় মুখোমুখি হয়েছিল দুই ফুটবল পরাশক্তি।

সে ম্যাচে ৩-০ গোলে জিতেছিল ব্রাজিল।

কোপা আমেরিকায় দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় মুখোমুখি হবে চিলি ও পেরু।

এর আগে ২০১৫ ও ২০১৬ সালে চিলি কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছিল।

এবার টানা তৃতীয় কোপা জয়ের দৌঁড়ে আছে চিলি।

ব্রাজিল শেষবার কোপা আমেরিকায় জয় পায় ২০০৭ সালে।