চট্টগ্রাম: নগরীর কোতয়ালি থানার টেরিবাজার আফিম গলি থেকে অঞ্জন ধর নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তাঁর মরদেহের গলায় ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন মিলেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আফিম গলিতে অবস্থিত একটি বিল্ডিংয়ের পঞ্চম তলা বাসার দরজা ভেঙ্গে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে পুলিশ।
কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, ‘মরদেহটি একেবারে পঁচে-গলে গেছে। আমরা সিআইডির ফরেনসিক টিম দিয়ে এটি পরীক্ষা করে দেখিছি। তারা গলায় ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন পেয়েছে’।
এ ঘটনায় অঞ্জন ধরের স্ত্রী ও শ্যালক বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে।
নগর পুলিশের কোতয়ালি জোনের সহকারি কমিশনার (এসি) আব্দুর রহীম জানান, ‘অঞ্জনের স্ত্রী ও শ্যালক দুজনকেই জিজ্ঞাসাবাদ করছি আমরা। তবে কেউই হত্যাকান্ডের বিষয় নিয়ে এখনও তেমন কোন তথ্য দেয়নি’।
অঞ্জনের বাড়ি বাঁশখালী উপজেলার জলদি গ্রামে বলে জানা গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।