সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ফুটসাল ফুটবল টূর্ণামেন্টের পর্দা উঠছে কাল

| প্রকাশিতঃ ১৫ জুলাই ২০১৯ | ১১:১২ অপরাহ্ন


চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের ব্যবস্থাপনায় সি.জে.কে.এস’র সাবেক ফুটবল সম্পাদকদের স্মৃতি স্মরণে এম.এ. আজিজ স্টেডিয়ামে ৪র্থ বারের মত ফুটসাল ফুটবল টূর্ণামেন্টের পর্দা উঠছে আগামীকাল।

এসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামীকাল (মঙ্গলবার) বিকেল ৪টায় এই টূর্ণামেন্টের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সম্পাদক মো. জয়নুল আবেদীন।

সোমবার (১৫ জুলাই) বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফর্টিস গ্রুপের অন্যতম কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ি ও শিল্পপতি মো. শাহাদাত হোসেন। আরো উপস্থিত থাকবেন মো. ইকবাল ও সরোয়ার হোসেনের পরিবার।

টূর্ণামেন্টের সিডিএফএ, সিজেকেএস এর কর্মকর্তাবৃন্দ, স্পন্সর প্রতিষ্ঠান ফর্টিস গ্রুপ, কো-স্পন্সর, আর আর গ্রুপ, আর.কে ডিজিটাল ও মামিয়া ড্রিংকিং ওয়াটার এর প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সম্পাদক মো. জয়নুল আবেদীন।

লিখিত বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২৭টি দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দলে খেলোয়াড়ের সংখ্যা ৫ জন করে নির্ধারণ করা হয়েছে। ৮ গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ লাভ করবে। লটারির মাধ্যমে কে কার সাথে খেলায় অংশগ্রহণ করবে তা নির্ধারণ করা হবে। একই নিয়মে সেমি ও কাঙ্খিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

টূর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান, সম্পাদক ও সদস্যবৃন্দসহ সকল অংশগ্রহণকারী দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা পাওয়ার প্রত্যাশা জানিয়ে জয়নুল আবেদীন বলেন, ফুটসাল খেলাকে ছোট মাঠে কম খরচে খেলাটি জনপ্রিয় করার লক্ষ্যে এসোসিয়েশনের সাংগঠনিকভাবে দক্ষতা অর্জনের প্রচেষ্টায় এবং নিয়মিত রেফারীদের সাহস অর্জনের চেষ্টায় আমাদের এই আয়োজন।

তিনি বলেন, প্রতি খেলায় আর. আর. গ্রুপ ও আর. কে ডিজিটালের সৌজন্যে ম্যান অফ দ্যা ম্যাচ প্রদান করা হবে। সর্বশেষে চ্যাম্পিয়ন দলকে ট্রপি সহ নগদ বিশ হাজার টাকা এবং রানার আপ দলকে ট্রফিসহ নগদ দশ হাজার টাকা প্রদান করা হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম ফুটবল রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান মিরন, রেফারী এসোসিয়েশনের সহ সভাপতি দেবাশীষ বড়ুয়া দেবু, ফর্টিস গ্রুপের পরিচালক মো. শাহীন, টূর্ণামেন্টের চেয়ারম্যান সিজেকেএস ফুটবল সম্পাদক মো. ইউসুফ, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

একুশে/এসসি