বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

| প্রকাশিতঃ ১৭ অক্টোবর ২০১৬ | ৮:১৭ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: নগরীর পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার দুপুরের দিকে বাকলিয়া থানাধীন তুলাতলী ও বন্দর থানাধানী ৫ নম্বর জেটিগেইট এলাকায় এই দুই দুর্ঘটনা ঘটে।

বাকলিয়ায় নিহত গৃহবধূ তাসলিমা আক্তার (২২) পটিয়ার মুন্সেফ বাজার এলাকার তানভীর সোহেলের স্ত্রী। অন্যদিকে বন্দর এলাকায় নিহত নুর আলমের (৩০) বাড়ি আনোয়ার উপজেলায়।

বাকলিয়া থানার এসআই শাহীন ভুইয়া জানান, দুপুর দেড়টার দিকে রিকশা করে কালামিয়া বাজার এলাকায় আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন তাসলিমা। নগরীর তুলাতলী এলাকায় কক্সবাজার থেকে শহরমুখী হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দর থানার এসআই আলতাফ হোসেন বলেন, বেলা ২টার দিকে নগরীর বন্দর থানাধীন ৫ নম্বর জেটিগেইটের সামনে অটোরিকশার ধাক্কায় মারা যান নূর আলম।