বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

রিভলবার-চাপাতিসহ গ্রেফতার ৩

| প্রকাশিতঃ ১৮ অক্টোবর ২০১৬ | ৩:৫৪ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: নগরীতে একটি রিভলবার ও দেশিয় তৈরি দুটি চাপাতিসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন- মো. হৃদয় হোসেন বিল্লাল (২২), মো. মামুন (৩৪) ও মো. এনামুল হক (১৮)। তারা বিশ্ব কলোনির বিভিন্ন ভাড়া বাসায় বসবাস করতেন।

আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ব কলোনির এন ব্লকের ২১৫ নম্বর প্লটের রেশমি ফার্নিচারের সামনের সড়কে অভিযান চালানো হয়। এই সময় তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছে একটি বিদেশি তৈরি রিভলবার ও দুটি চাপাতি পাওয়া যায়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।