চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানার টাইগারপাস এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৮৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে র্যাব-৭ এর একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ বলেন, দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।
অভিযানের নেতৃত্বে থাকা স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম বলেন, কভার্ড ভ্যানের ভেতরে বিশেষ কৌশলে ঢুকিয়ে ফেনসিডিলের বোতলগুলো যশোর থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছিলো। নগরীর কদমতলী এলাকায় ফেনসিডিলগুলো সরবরাহ করার কথা ছিল বলে গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।