
রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যার মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ১০৪ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ২৫ (জুলাই) মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি হয় রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে। শুনানি শেষে বিচারক এনায়েত কবির সরকার ১০৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন।
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীসহ ৬০ জন আসামিকে শুনানিতে হাজির করা হয়েছিল বলে জানিয়েছেন।
শুনানিতে হাজির করতে সাঈদীকে গত বুধবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে রাজশাহী কারাগারে আনা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শিরাজী শওকত সালেহীন বলেন, এ মামলায় আসামি ছিলেন ১১০ জন। এরমধ্যে ছয়জন মারা গেছেন। ১০৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, ৪৪ জন পলাতক।
আসামিপক্ষের আইনজীবী রাজশাহী মহানগর জামায়াতের আমীর আবু সেলিম বলেন, সাইদীকে হুকুমের আসামি করা হয়েছে। বাকিরা হত্যার আসামি। অভিযোগ গঠনের শুনানিতে সাঈদী নিজেকে নির্দোষ দাবি করেছেন।
তিনি বলন, মামলায় ৩৫ জনের নাম উল্লেখ রয়েছে। সঙ্গে অজ্ঞাত বলা হয়েছে আরও ১৫ থেকে ২০ জন। সে অনুযায়ী ৫৫ জন আসামি হয়। কিন্তু অভিযোগপত্রে ১১০ জনকে আসামি করা হয়েছে।
একুশে/এসসি