বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

বন্দরের জমি অবৈধভাবে দখল, জরিমানা

| প্রকাশিতঃ ১৯ অক্টোবর ২০১৬ | ৭:১১ অপরাহ্ন

port ctgচট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন জায়গা অবৈধভাবে দখল করে ভবন নির্মাণ ও তাতে ব্যাবসা করার দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা এবং কর্ণফুলী নদীর তীর ভরাট করে বালির ব্যবসা পরিচালনা করায় কামাল উদ্দিন নামে আরেক ব্যবসায়ীকে অরো ৫০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীনের নেতৃতে এ অভিযান পরিচালনা করা হয়।

বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন জানান, কর্ণফুলী নদীর বাম তীরে কালুরঘাট সেতুর কাছে বোয়ালখালী থানার কদুরখীল মৌজার কর্ণফুলী নদীতে অবৈধভাবে দ্বিতল ভবন নির্মাণ করে হোটেল ব্যবসা পরিচালনা এবং কর্ণফুলী ভরাট করে বালুর ব্যবসা পরিচালনার অপরাধে দুই ব্যাক্তিকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।