বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার

| প্রকাশিতঃ ১৯ অক্টোবর ২০১৬ | ৬:১৪ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রামে নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী বাজারের কাছে রেলওয়ে স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে রোজিনা খাতুন নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ডবলমুরিং থানার এসআই নূর ইসলাম জানান, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মো. হারুনের মেয়ে রোজিনা দুই মাস আগে পরিবারকে না জানিয়ে রুবেলকে বিয়ে করেছিলেন। রুবেল পাহাড়তলী এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে কাজ করতেন এবং স্ত্রীকে নিয়ে পাহাড়তলী বাজারের রেলওয়ে স্টাফ কোয়াটারের ই/৪/এ নম্বর বাসায় সাবলেট থাকতেন।

পিবিআই’র পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রুবেল তার বন্ধু শফিকে নিয়ে বাসায় আসেন। পরে রুমের বাইরে তালা লাগিয়ে চলে যান। ঘরের ভেতরে রোজিনাকে শোয়া অবস্থায় এবং বাইরে তালা লাগানো দেখে সন্দেহ হলে পাশের ঘরের লোকজন পুলিশকে জানায়। তখন পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে রুজিনার স্বামী মো. রুবেল পলাতক বলে জানান তিনি।