
চট্টগ্রাম : নগরের পতেঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ দু’জনকে আটক করেছে র্যাব।
গতকাল (মঙ্গলবার) গভীররাতে পতেঙ্গার সৈকত এলাকায় একটি দোকান থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মো. মাশকুর রহমান।
আটক দুইজন হলেন, মো. করিম (৪৬) ও মো. সাইমুন (২০)। এদের মধ্যে করিম সৈকতে দোকান পরিচালনার আড়ালে অবৈধ মদের ব্যবসা চালাত বলছে র্যাব।
অভিযান পরিচালনাকারী র্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, সৈকত এলাকায় অভিযান চালিয়ে ৬৫ বোতল বিদেশি মদ ও ১৬৮ ক্যান বিয়ারসহ দু’জনকে আটক করা হয়েছে। করিম দোকান পরিচালনার আড়ালে মাদকের ব্যবসা করতো।
আটক দু’জনের বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানায় র্যাব।
একুশে/এসসি