চট্টগ্রাম: নগরীতে ১১৫ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার বিকেলে ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালী জেলার কবিরহাট থানার চাপরাশিরহাট এলাকার ইসহাক মিয়ার ছেলে সজীব মিয়া(২৩) ও ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং সেইলার্স কলোনীর মৃত আবদুল মান্নানের ছেলে মো.শাহীন (২৭)।
র্যাব-৭ এর সদরদফর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিমেন্ট ক্রসিং বাজারের পশ্চিম পাশে আলিশা রোড সংলগ্ন মহিউদ্দিনের বাড়ির সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সজীব ও শাহীনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১২ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাদের দেওয়া তথ্য মতে পরিত্যাক্ত একটি কক্ষ থেকে ৩টি কন্টেননারে ১১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।