চট্টগ্রাম: চট্টগ্রামের একটি আঞ্চলিক দৈনিক পত্রিকার স্টাফ রিপোর্টার রাহুল দাশকে বাঁশখালী (চট্টগ্রাম-১৬) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কর্তৃক দেয়া হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। রবিবার সকাল ১১ টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন সাংবাদিক রাহুল দাশকে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের দেয়া হত্যার হুমকি দুঃখজনক। মোস্তাফিজুর রহমানকে আগামী ৭২ ঘন্টার মধ্যে রাহুল দাশের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। অন্যথায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আগামীতে সাংসদ মোস্তাফিজুর রহমানের কুশ পুত্তলিকা দাহ, তার কার্যালয় ঘেরাও এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি পেশ সহ কঠোর কর্মসূচির ডাক দেবে। এসময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তথ্য মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।
সিইউজের যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সভাপতি ও বিএফইউজের সাবেক সহসভাপতি এম নাসিরুল হক, মোস্তাক আহমদ, আবু তাহের মোহাম্মদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।