চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ড থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মোঃ হারেছ ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে সীতাকুন্ডের কুমিরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হারেছ সীতাকুন্ড উপজেলার মছজিদ্দা এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ বলেন, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে কুমিরা বাজারের মাদ্রাসা রোডে অবস্থান নেয় র্যাবের একটি দল। সন্দেহজনক গতিবিধির জন্য এক যুবককে থামতে বললে সে দৌড়ে পালানোর চেষ্টা করে।
তিনি বলেন, ধাওয়া করে তাকে আটকের পর তল্লাশি করে যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় হারেছের বিরুদ্ধে সীতাকুন্ড থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।